স্বপন কুমার বর্মন বিশ্বম্ভরপুরঃপ্রতিনিধি: সারাদেশের ন্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধের গনটিকা প্রদান করা হয়েছে। শনিবার (আগস্ট) সকাল ৯ টা থেকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের ভ্যাকসিন যথাযথভাবে প্রদান করা হয়েছে এবং লক্ষ মাত্রা অর্জন হয়েছে। পলাশ ইউনিয়ন ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদদীন, উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ,উপজেলা স্বাস্থ্যও প:প:কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল মারুফ,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সংশ্লিষ্ট সাংবাদিকগণ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫টি কেন্দ্রেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে এবং টিকা প্রদানে লক্ষ মাত্রা অর্জন হয়েছে। পলাশ ইউনিয়নের কেন্দ্রে লোকজন বেশি থাকায় আরও অতিরিক্ত ৪০ টি টিকা প্রদান করা হয়েছে।
কমেন্ট করুন