স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি-ঃ আসন্ন ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত দিবস গুলো পালনে কর্মসূচি মোতাবেক বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
এছাড়াও আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে তোপধ্বনী, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, চারু কারু বিষয়ক মেলা, আলোচনা সভা ও মসজিদ, মন্দিরে মোনাজাত ও প্রার্থনা ইত্যাদি।আলোচনায় অংশগ্রহণ করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ কাউসার আলম,বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জামাত ইসলামের আমির শামসুল ইসলামসাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা বৃন্দ,মেরুয়া খলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক বৃন্দ।
কমেন্ট করুন