ড. মোহাম্মদ সাদিক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবধরনের সহযোগিতা রয়েছে। আমরা আপনাদের পাশে আছি, কোনো ধরণের চিন্তার কারণ নেই। স্থানীয় প্রশাসন সদা নজরদারি রাখছে। বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারি ভাবে বন্যা মোকাবেলা করার জন্যে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান জানান, বন্যার্তদের জন্য উপজেলায় মোট ২২ টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হবে। তাছাড়া বন্যা মোকাবেলা করার জন্য সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে।
উল্লেখ্য যে গত ২/৩ দিন যাবৎ প্রবল বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। উপজেলা পরিষদ, ভূমি অফিস, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায়বন্যার পানি উঠেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। প্রশাসন থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ অব্যাহত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
এ পর্যন্ত বাদাঘাট দক্ষিণ, পলাশ, ফতেপুর, ইউনিয়ন সহ প্রায় ৬০ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বলে জানা যায়
কমেন্ট করুন