স্বপন কুমার বর্মণ,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ):বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪আগষ্ট বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদীদ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের উদ্দোগ নেয়া হয়েছে।
৭ আগস্ট থেকে ১০ আগস্ট এর মধ্যে তিন দিনব্যাপী প্রথম পর্যায়ের টিকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ বছর বয়সের উপরে যেকোনো বয়সের লোকদের এ টিকা প্রদান করা হবে।তবে বয়স্ক,মুক্তিযোদ্ধাও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
টিকা গ্রহণকারীগণ জাতীয় পরিচয় পত্র ও ২কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে ইউনিয়নের টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ তিনদিন টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
টিকাদানকারী স্বাস্থ্য বিভাগের কর্মীদের কে স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বার,ইমাম,স্কাউটার, রাজনৈতিক দলের কর্মী,ইউপি সচিব,উদ্যোক্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন সহযোগিতা করবেন।
সভায় টিকাদান কার্যক্রম ও বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ। মতামত ব্যক্ত করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম খান, উপজেলা প,প, কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য গন, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি,ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন