সুনামগঞ্জ প্রতিনিধিঃ-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা আনয়ন ও আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে তাহিরপুর উপজেলা শাখার সম্মেলন করার লক্ষ্যে সুভাষ পুরকায়স্থকে আহবায়ক ফণি ভূষন সরকারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি পূন-গঠন করা হয়েছে।
গত ২৯ আগষ্ঠ বাংলদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারন সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত প্যাডে তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যা সীতেশ রঞ্জন পাল,সীতেশ রঞ্জন রায়,তরুণ কান্তি তালুকদার,মুকুল রঞ্জন রায়,ভানু রঞ্জন তালুকদার,প্রতাপ পুরকায়স্থ (ভুলু),রতন কুমার গাঙ্গুলী,ঝনর সরকার ও গণেশ তালুকদার।
কমেন্ট করুন