তাহিরপুর (সুনামগঞ্জ)সংবাদদাতা
পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উপদেষ্টামণ্ডলীর সভাপতি সুলতানা কামাল বলেছেন, ‘প্রকৃতির সঙ্গে যারা অপকর্ম করছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এসব অপকর্ম রুখতে আমাদের সংঘবদ্ধ হতে হবে। প্রকৃতির যা কিছু আছে, যত সম্পদ আছে, সবকিছুর মালিক জনগণ। তাই আমার সম্পদ আমাকে রক্ষা করতে হবে।’
হাওর, নদী ও কৃষিজমি রক্ষার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার বারেকটিলা সংলগ্ন বালুচর এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক শরীফ জামিল তাঁর বক্তব্যে জানান, ২০০৮ সাল থেকে প্রতিবছর বর্ষায় এ অঞ্চলে পাহাড়ি ঢলের সঙ্গে ব্যাপক বালু ও পাথর এসে হাওর, নদী, ছড়া ও কৃষিজমি ভরাট হয়ে যাচ্ছে। প্রকৃতির এই বড় বিপর্যয় এ অঞ্চলে মানবিক বিপর্যয় তৈরি করেছে। অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ ও কৃষিজমি পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধরার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নাজিয়া চৌধুরী, ধরার আহ্বায়ক কমিটির সদস্য ও আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক ফাদার জোসেফ গোমেজ, নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।
এর আগে ধরার পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধিসহ অনুষ্ঠানের অতিথিরা।
কমেন্ট করুন