স্টাফ রিপোর্টার:-সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিরু মিয়া তালুকদার নিহতের ঘটনায় দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধান আসামি সহ ৫০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। শিরু মিয়া নিহতের ২৫ দিন পর আদালতের নির্দেশে এই মামলা রুজু হয়।
দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী উদীর হাওরে মেঘনা বারঘর জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের কাজল নুর এবং রুবেল মেম্বারের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গত ১৮ অক্টোবর কাজল নুর গ্রুপের লোকজন পাঠি বাঁধ দিয়ে মাছ ধরতে গেলে রুবেল মেম্বারের লোকজন বাধা দেয়। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন অর্ধশত লোক। ঘটনার দিন নিহত হন গ্রামের আব্দুস সহিদের ছেলে রুহেদ মিয়া (৪৫)। তিনি কাজল নুরের পক্ষের লোক। ঘটনার ৫ দিন পর ২৩ অক্টোবর শিরু মিয়া তালুকদার নামে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ভাটিপাড়া নয়াহটি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। তিনি রুবেল মেম্বারের পক্ষের হিসাবে পরিচিত। ঘটনার দিন রুহেদ মিয়া নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে অভিযুক্ত করে মামলা করেন নিহতের সহোদর সুয়েদ মিয়া।
এদিকে, নিহত শিরু মিয়া তালুকদারের ভাতিজা মো. শরিফ এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম অভিযোগটি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিরাই থানার ওসিকে নির্দেশ দেন।
দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, শিরু মিয়া তালুকদার আদালতে আবেদন করেছেন। সোমবার আদালতের নির্দেশনা পাওয়া গেছে। সেই অনুযায়ী মঙ্গলবার মামলা রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই জাহাঙ্গীরকে দেয়া হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, মামলায় দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াসহ ৫০ জনকে আসামী করা হয়েছে।
এ প্রসঙ্গে মোশারফ মিয়া বললেন, ভাটিপাড়া দিরাই পৌরসভা থেকে ৩০ কিলোমিটার দূরে, আমি পৌরসভা এলাকায় বাস করি। শুনেছি ওখানে ৮০ বছরের একজন বৃদ্ধ মারা গেছেন। কে মারা গেছেন, কেন মারা গেছেন জানি না, আমাকে রাজনৈতিক বিরোধের কারণে আসামী করা হয়েছে বলে মনে করি আমি।
কমেন্ট করুন