দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী স্থানীয় যুবদলের তিনটি গ্রুপ পৃথকভাবে পালন করেছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে দিরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মরিয়াদ তনয়ের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাইদুল হোসন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জায়েদ চৌধুরী, রফিকুল হক চৌধুরী টিপু, ছাত্রদল নেতা শাহ আলম, রুবেল চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উপজেলা যুবদলের একাংশ বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শুয়েব হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার,
উপজেলা যুবদল এর সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর জুয়েল তালুকদার, সালমান হোসাইন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়া, রেজাউল করিম চৌধুরী, আনোয়ার হোসেন, জাকারিয়া চৌধুরী, যুবদল নেতা ইমরান চৌধুরী, আতিকুর রহমান, সেলিম তালুকদার, দুলাল তালুকদার, তালাল চৌধুরী, আতিকুর রহমান শিহাব, ইকবাল তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াহাব মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান রিজু। পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, শুয়েব মিয়া, হোসাইন মিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।এদিকে দুপুরে যুবদলের অপর অংশ স্থানীয় একটি কনফারেন্স হলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। দিরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশুর সভাপতিত্বে ও দিরাই পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি সুজাত আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তহুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী, দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিএনপি নেতা শাহ জাহান সিরাজ, যুবদল নেতা আবু জায়েদ চৌধুরী, বকুল আহমেদ চৌধুরী, মিলিক মিয়া,
সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমির হোসেন চৌধুরী, যুবদল নেতা আলী হোসেন, জাকারিয়া, চন্দন মিয়া,
সাগর আহমেদ, খালেদ আহমেদ, জুবেদ আলম, শিহাব উদ্দিন,সুজেল, মুস্তাক, মাহি, জাহান, রাহাত, নোমান, মুনাইম, ফারহান, রাহুল, নাইম,আমিনুল, ফাহিম প্রমুখ।
কমেন্ট করুন