তাহিরপুর প্রতিনিধিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বাধা-নিষেধ বাস্তবায়নে ২৮ জুলাই ২০২১ তারিখে তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার, বাদাঘাট বাজার এবং বালিজুরী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তাহিরপুর পুলিশ বিজিবি ও আনসার বাহিনীকে সহায়তায় তাহিরপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এসব অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা না মানায় ১১ টি মামলায় ১৪ জনকে মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাদাঘাট মসজিদ ও বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণা চালানো ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রায়হান কবীর বলেন ,করোনা ভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিধি মেনে , মাস্ক ব্যবহার, করোনার ভাক্সিন গ্রহন, নিজে ওঅপরকে সুস্থ থাকতে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
কমেন্ট করুন