কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃকোম্পানীগঞ্জে মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আহাদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের আফতাব আলীর ছেলে ইকবাল হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মজিবুর রহমান,উপ-পরিদর্শক সুকোমল ভট্টাচার্যের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কমেন্ট করুন