বিশেষ প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান আলী(১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মুকুট মিয়া(২০) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে ।
পরে স্থানীয়রা আহত যুবক মুকুট মিয়াকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত কিশোর রমজান আলী উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের আবুল হাসিমের ছেলে এবং আহত যুবক মুকুট মিয়া একই গ্রামের আব্দুল হকের ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ(২৩ এপ্রিল রবিবার) সকাল ১১টার সময় তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, আজ রোববার সকালে ধান কাটার শ্রমিকদের সাথে কুকুরকান্দি গ্রাম সংলগ্ন বলদার হাওরে বোর ধান কাটতে যায় রমজান আলী ও মুকুট মিয়া। কিন্তু হঠাৎ করেই আকাশ চারদিক কালো হয়ে প্রচন্ড বজ্রপাত শুরু হলে কোনকিছু বোঝার আগেই তাদের উপর বজ্রপাত ঘটলে ঘটনার স্থলেই কিশোর রমজান আলী মারা যায়। এবং গুরুতর আহত হয় যুবক মুকুট। পরে খবর পেয়ে স্থানীয় ও তার পরিবারের লোকজন আহত যুবক মুকুট মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন,খবর পেয়েই ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল পূর্বক ময়নাতদন্ত শেষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট করুন