১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ ৭মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা বিশ্ব ভালোবাসা দিবসে অপরুপ রুপে সেজেছে তাহিরপুরের শিমুল বাগান- বিশ্বম্ভরপুরে ক্রিকেট খেলায় কৃষ্ণনগর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান সুনামগঞ্জে  কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ  অনুষ্ঠিত। তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন তাহিরপুরে ইউএনও’র পদক্ষেপে ৫টি হাওর জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন তাহিরপুর চোরাচালানের গডফাদার রফ মিয়া আটক সুনামগঞ্জে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত বিশ্বম্ভরপুর এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
সুনামগঞ্জে  কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ  অনুষ্ঠিত।

সুনামগঞ্জে  কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ  অনুষ্ঠিত।

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার ২৬টি ব্যাংকের অংশগ্রহণে ২৯ জানুয়ারী   সকালে  ‘জেলা কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে  বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দেশের সকল সরকারী/ বেসরকারী তফসিলি ব্যাংকসমূহ দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে অর্থায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনীতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি দাদন ব্যবসায়ীদের হাত থেকে কৃষকদের রক্ষার্থে ব্যাংকে প্রচলিত সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণে উপস্থিত ঋণ গ্রহীতাদের প্রতি আহবান জানান।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যাতে কৃষি ব্যাংকের ঋণ সুবিধা পায় সেজন্য এ প্রোগ্রামটি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল ব্যাংকের প্রচলিত কৃষি ঋণ সুবিধা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করেন, যাতে তারা দেশের সংকটপূর্ণ সময়ের মতো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিরূপ অবস্থা মোকাবেলা করতে পারেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।

বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া তার বক্তব্যে বলেন দেশের সর্বস্তরের কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরনে বাংলাদেশ ব্যাংক সর্বদা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং সকল ব্যাংকের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করে থাকে। সভার সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, কৃষি খাতে প্রাতিষ্ঠানিক ঋণ প্রবাহ বৃদ্ধি এবং সহজে ঋণ প্রাপ্তিতে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে সকল তফসিলি ব্যাংক সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে। এছাড়া অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন, সোলানী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর শাখা প্রধান মো: গোলাম আজাদ, ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা প্রধান মো: বোরহান উদ্দিন, বিআরডিবি এর উপপরিচালক মো: রাশিদুল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ৫৬ (ছাপ্পান্ন) জন কৃষি ঋণ গ্রহীতার মাঝে ৭১ লক্ষ টাকা প্রকাশ্যে কৃষি  ঋণ বিতরন করা হয়।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১