লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার ২৬টি ব্যাংকের অংশগ্রহণে ২৯ জানুয়ারী সকালে ‘জেলা কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দেশের সকল সরকারী/ বেসরকারী তফসিলি ব্যাংকসমূহ দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে অর্থায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনীতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি দাদন ব্যবসায়ীদের হাত থেকে কৃষকদের রক্ষার্থে ব্যাংকে প্রচলিত সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণে উপস্থিত ঋণ গ্রহীতাদের প্রতি আহবান জানান।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যাতে কৃষি ব্যাংকের ঋণ সুবিধা পায় সেজন্য এ প্রোগ্রামটি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল ব্যাংকের প্রচলিত কৃষি ঋণ সুবিধা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করেন, যাতে তারা দেশের সংকটপূর্ণ সময়ের মতো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিরূপ অবস্থা মোকাবেলা করতে পারেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া তার বক্তব্যে বলেন দেশের সর্বস্তরের কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরনে বাংলাদেশ ব্যাংক সর্বদা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং সকল ব্যাংকের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করে থাকে। সভার সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, কৃষি খাতে প্রাতিষ্ঠানিক ঋণ প্রবাহ বৃদ্ধি এবং সহজে ঋণ প্রাপ্তিতে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে সকল তফসিলি ব্যাংক সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে। এছাড়া অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন, সোলানী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর শাখা প্রধান মো: গোলাম আজাদ, ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা প্রধান মো: বোরহান উদ্দিন, বিআরডিবি এর উপপরিচালক মো: রাশিদুল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ৫৬ (ছাপ্পান্ন) জন কৃষি ঋণ গ্রহীতার মাঝে ৭১ লক্ষ টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন করা হয়।
কমেন্ট করুন