স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে ক্রিকেট খেলায় উপজেলা ফায়ার সার্ভিস স্পোটিং ক্লাবকে পরাজিত করে কৃষ্ণনগর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারী) উপজেলা সদর কৃষ্ণনগর খেলার মাঠে টি-১২ ক্রিকেট খেলায় প্রথমে উপজেলা ফায়ার সার্ভিস স্পোটিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ১১৬ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটে কৃষ্ণনগর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রপি বিতরন করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক সুমন চক্রবর্তী।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সনজিত দেবনাথ ও জয় বর্মন। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পায় হারুনুর রশিদ রিপন। উক্ত ক্রিকেট খেলাটি এলাকার ক্রীড়ামোদি দর্শক উপভোগ করেন।
কমেন্ট করুন