তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চলমান ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ আগামী ৭মার্চের মধ্যে শতভাগ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। রবিবার (২ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার ৭৬টি পিআইসির সভাপতি-সম্পাদকদের নিয়ে বিশেষ এক আলোচনা সভায় এ তাগিদ দেন ইউএনও।
পাউবো সূত্রে জানাযায়, উপজেলার ৮টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান। এসব হাওরে ফসল রক্ষায় বাঁধ নির্মাণে ৭৬টি প্রকল্পে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী গত ২৮ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও মাটি সংকট ও নানা জটিলতার কারনে এখন পর্যন্ত ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সরকারি ভাবে ১০মার্চ পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। একারণে তাহিরপুরেও বাকি ১০শতাংশ কাজ তুলতে আগামী ৭মার্চ পর্যন্ত সময় বেধে দেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি আবুল হাসেম।
ইউএনও আবুল হাসেম বলেন, ইতিমধ্যে সকল পিআইসির মাটির কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ৭মার্চের মধ্যে মাটির দূর্মুজ, ড্রেসিং ও বাঁধে ঘাস লাগানোর কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। যারা বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র তাহিরপুরে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, বিএনপি নেতা ইমরান হোসেন প্রমুখ।
কমেন্ট করুন