স্টাফ রিপোর্টার,শাল্লা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শাল্লায় প্রতিবন্ধীদের নাম ভাঙ্গিয়ে ভূয়া রশিদ দিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎকারী সহ সহযোগীর বিরুদ্ধে মানববন্ধন করেছে শাল্লা উপজেলাপ্রতিবন্ধী সংগঠন।
রবিবার বেলা ১১ টায় উপজেলা শহীদ মিনারের সামনের রাস্তায় উপজেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাসের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক প্রতিবন্ধী আব্দুল মজিদের সঞ্চালনায় মানববন্ধনের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিবন্ধী নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাৎ করেছে তারা হলেন- শাল্লা ইউনিয়নের ইউপি সদস্য নিখিল দাস তার সহযোগী রাকু দাস ও নেপাল দাস সহ তাদের উস্কানিদাতা সহযোগী চাঁদাবাজ সাংবাদিক নামের কলঙ্ক শান্ত তালুকদার।এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এই মানববন্ধন করা হয়েছে বলে তারা বলেন ।
ঘটনার বিবরণে জানাযায়-
উপজেলা প্রতিবন্ধী কমিটির নামে নানা রকম অজুহাত দেখিয়ে ভূয়া রসিদ তৈরি করে এলাকার
বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র ।
এছাড়াও প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রতিবন্ধীদের পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজন প্রতিবন্ধী কমিটির সদস্যের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে । এই ঘটনার সঙ্গে যারা জরিত তাদের বিরুদ্ধে আইন প্রয়োজন হোক সেটি চায় এই সংগঠন।
কিন্তু চাঁদাবাজ শান্ত তালুকদারের পরামর্শে এই সব বাজে কাজের সঙ্গে প্রতিবন্ধী কিমিটির সভাপতি চিন্ময় দাসের নাম উল্লেখ সহ থানায় একটি অভিযোগ করা হয়েছে । উক্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের এই মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ সেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হানিফ মিয়া, উপদেষ্টা ওয়াহিদ মিয়া ও কালাম মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, টাকা আত্মসাৎকারীদের রক্ষার্থে কথিত চাঁদাবাজ, জুয়াখোর সাংবাদিক নামের কলঙ্ক শান্তু কুমার তালুকদার কুপরামর্শ দিয়ে প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাসের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করানো হয়েছে ইউপি সদস্য চাঁদাবাজ নিখিল দাসকে দিয়ে। গরীব অসহায় প্রতিবন্ধীদের নামে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানান বক্তারা।
এবিষয়ে প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাস বলেন, আমাদের সংগঠনের নামে চাঁদাবাজি করে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে ইউপি সদস্য নিখিল দাসগং। এর প্রতিবাদে আজ আমাদের প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালন করেছি। তিনি জানান আমরা অসহায় মানুষ প্রকৃত দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করে বিপদে আছি। চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত কথিত সাংবাদিক শান্ত তালুকদার তার সহযোগীকে সাথে নিয়ে আমাদের অফিসে এসে সহকর্মীদের সামনে আমায় প্রানেমারার
হুমকি দেন। এখন আমি প্রানের ভয়ে আছি। ন্যায় প্রতিবাদ করেও আমি জীবনের ঝুঁকিতে রয়েছি। কখন কি যে হয় বলা যাচ্ছেনা।
এই বিষয়ে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন বলে জানান।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪