দক্ষিন সুরমা প্রতিনিধিঃ- সিলেট দক্ষিন সুরমা উপজেলার মোগলা বাজারে প্রবাসীদের অর্থায়নে রাস্তা পাকাকরণ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে যুবসমাজের উদ্দ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়া একটি রাস্তা পাকাকরণ করা হয়েছে। জানা যায়, মোগলাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিছরাকান্দি গ্রামে একটি রাস্তা দীর্ঘদিন থেকে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় জন প্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও রাস্তা মেরামত করা হয়নি। অবশেষে এলাকার যুবসমাজের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে রাস্তা পাকাকরণ করা হয়। চিছরাকান্দি জামে মসজিদের ব্রিজ থেকে তৈয়ব আলীর বাড়ির সামন পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৮০০ ফুট লম্বা এবং ৮ ফুট প্রসস্থ রাস্তা পাকাকরণের কাজ গত ২৪ আগষ্ট মঙ্গলবার শেষ হয়েছে। রাস্তা পাকা করায় এলাকাবাসী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমেন্ট করুন