রেজাউল করিম রেজা, ছাতক :সুনামগঞ্জের ছাতকে স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টার মাথায় মারা গেলেন স্ত্রী। পরে স্বামী-স্ত্রীর এক সাথে দাফন সম্পন্ন হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর মোকামবাড়ি গ্রামে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দশঘর মোকামবাড়ি গ্রামের ১১৭ বছর বয়সী সিকন্দর আলী বার্ধক্যজনিত কারণে গত সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরিবার কর্তার মৃত্যুতে স্ত্রী সহ সন্তানরা শোকে কাতর হয়ে পড়েন। এক পর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্বামীর লাশের পাশে বিলাপ করে কান্নারত অবস্থায় স্ত্রী আছাবি বেগম (৮৫) অজ্ঞান হয়ে পড়লে আর জ্ঞান ফিরেনি। তিনিও স্বামীর পথ ধরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওইদিন বেলা আড়াইটায় মোকাম বাড়িতে জানাযা নামাজ শেষে স্বামী-স্ত্রী দু’জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক রেজ্জাদ আহমদ বলেন, স্বামী সিকন্দর আলী মারা যাওয়ার কয়েক ঘন্টার মাথায় স্ত্রী আছাবি বেগম মারা গেছেন। দু’জনের জানাযার নামাজ শেষে এক সাথে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তারা ৫ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কমেন্ট করুন