স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-বিস্বম্ভরপুর-তাহিরপুর সড়কের লালপুর এলাকায় সেতু ভেঙে দুর্ভোগে পড়েছেন এই সড়কের হাজারো যাতায়াতকারী। যানবাহন চলাচলে এই পথে শনিবার দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে। সেতুর মেরামত কাজ শুরু হলেও বিকল্প পথ না থাকায় ভোগান্তি বেড়েছে।
সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানান, লালপুর এলাকায় ছোট সেতুর পাটাতন মালবাহী যানবাহন চলাচলের কারণে কয়েক মাস আগে দেবে গিয়েছিল।কিছুদিন আগে মেরামত কাজ করে দেওয়া হয়েছিল। কয়েকদিন হয় এই অংশটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় শুক্রবার থেকে সেতু মেরামতের কাজ শুরু হয়েছে। সেতুটি বেইলী ব্রিজের আকারে মেরামত করা হচ্ছে। শনিবার দিনব্যাপী সেতুর মেরামত কাজ হয়েছে।
লালপুর এলাকায় দীর্ঘদিনের পুরাতন এই ছোট সেতুর বিভিন্ন অংশ ক্ষয় হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল।সেতুর নিচে একাংশে ঢালাইয়ের প্লাস্টার ঝরে পড়ে রড বেরিয়ে যায়। সেতুর উপরিভাগে বিভিন্ন স্থানে ফাটল ধরেছিল। এই কারণে কিছুদিন আগে সেতুর উপরের একাংশে লোহার সিলপাট ঝালাই দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার আবার মেরামত কাজ শুরু হয়। এই কাজ শুরু হওয়ায় যানবাহন আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ।
পথচারী আবুল কালাম বলেন,লালপুর ঝুঁকিপূর্ণ সড়কে বিকল্প চলাচলের ব্যবস্থা না করে কালভার্ট সেতুর মেরামত কাজ শুরু হওয়ায় সকল শ্রেণি পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।কেউ আসা-যাওয়া করতে পারছেন না এই সড়কের উপর দিয়ে।
সিএনজি চালক আমির হোসেন বললেন, লালপুর সড়কের উপর সেতুর কাজ শুরু হওয়ায় রোগী নিয়েও আসা-যাওয়া করা যাচ্ছে না। বিকল্প পথ থাকলে ভালো হত। যাত্রীরা বিরক্ত হন আমাদের উপর।
লালপুর পয়েন্টের ব্যবসায়ী সারোয়ার আহমদ বলেন,এই সড়ক দিয়ে ৩ উপজেলার মানুষ ও যানবাহন আসা-যাওয়া করে। সেতটিু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাত থেকে সেতুর কাজ শুরু হওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন,লালপুর এলাকায় কালভার্ট সেতুর মেরামত কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে।সেতুটি বেইলী ব্রিজ আকারে মেরামত করা হয়েছে। শনিবার দিনব্যাপী সেতুর সংযোগ সড়কের কাজ হয়েছে। কাজ আগামী ২-১ দিনের মধ্যে শেষ হবে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪