স্টাফ রিপোর্ট,সুনামগঞ্জঃ-সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ১০ জনকে আটক করেছে র্যাব।এসময় তাদের কাছ থেকে আটটি লোহার রড,একটি ছুরি,নয়টি মোবাইল,নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক দশজনের নাম হলো- এমদাদুল হক আফিন্দি, কাউছার আহমদ,জয়নুল হক,বাদশা মিয়া,আবুল হোসেন,নেছার আহমদ,মাহি আফিন্দি,আব্দুনুর ও মানিক মিয়া।
র্যাব জানায়,বৃহস্পতিবার ভোরে জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে দুইটি নৌকায় চড়ে চাঁদাবাজরা বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে র্যাব তাদের ধরে ফেলে।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল সিঞ্চন আহমেদ জানান,এ চক্রটি দীর্ঘদিন যাবৎ নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল
কমেন্ট করুন