লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবৈধ দখলদাররা দোকানপাঠ বসিয়ে দিব্যি ব্যবসা করে আসছেন। শহরের ফুটপাত গুলো দুই দিক দিয়ে দখলের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সেই সাথে দেখা দেয় প্রচন্ড যানজট। যার ফলে শহরের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন সময় বিভিন্ন সভা ,সেমিনার ও মৌখিক ভাবে পৌর কর্তৃপক্ষ কে অনুরোধ করার পর ও কোন ব্যবস্থা গ্রহন করেননি। আবার এই সব অবৈধ ফুটপাত দখলদারদের কাছ থেকেও একটি চক্র অবৈধ ভাবে চাদাঁ আদায় করত এমন অভিযোগ ও রয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে পৌরসভার মেয়রকে বাদ দিয়ে সরকার দেশের সকল পৌরসভায় প্রশাসক নিয়োগ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি,পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,নাগরিকদের সেবার মান বৃদ্ধি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী হতে ট্রাফিক পয়েন্ট সহ অন্যান্য স্থান গুলোতে অবৈধ ফুটপাত দখলদার মুক্ত করতে অভিযান চালান। বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। বাকিদের আগামীকালের মধ্যেই নিজ নিজ স্হাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অন্যথায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার দুপুর বেলা এ অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম,সহকারী কমিশনার রৌশন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েছ,পৌরসভার কনজার্ভেটিভ কর্মী সহ পুলিশ প্রশাসনের সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪