সীমান্ত প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ানের বিভিন্ন সিমান্ত ফাড়ির বিজিবি টহল কর্তৃক ২৯ জুলাই সীমান্ত পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৮’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের ডলুরা নামক স্থান হতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ৫০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিন সহ ০১টি স্টীলবডি নৌকা আটক করেএকই তারিখে তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ২৫০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি বারকী নৌকা,২’শ ঘনফুট ভারতীয় বালু এবং ইঞ্জিনসহ ০১টি স্টীলবডি নৌকা আটক করে। ৩০ জুলাই টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/১০ এস এর নিকট হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ৫’শ ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে।একই তারিখে দোয়ারা বাজার মাঠগাঁও বিওপির টহল সীমান্ত পিলার ১২২৪/৩ এসএর নিকট হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ১৩০ পিস ভারতীয় বাঁশ আটক করেও পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭কেজি বাংলাদেশী রসুন এবং ৪ লিটার সয়াবিন তেল আটক করে।উল্লেখিত আটক কৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৪ লাখ ৬৩ হাজার ৫’শ ৯০ টাকা বলে জানাগেছে। ২৮ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক তসলিম এহসান পিএসসি বলেন আটক কৃত ভারতীয় পাথর, কয়লা, বালু, ইঞ্জিন, স্টীলবডি নৌকা সহ অন্যান্য পণ্য শুল্ক ও বনবিট কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট করুন