লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গত দুই দিনে বজ্রপাত ও পানিতে ডুবে ৬ জনের প্রাণ হানীর ঘটনা ঘটেছে। গত শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পানিতে ডুবে দুই শিশু ও বজ্র পাতে এক কৃষকের মৃত্যু হয়। রোববার বজ্র পাতে দোয়ারাবাজার উপজেলায় দুই জন ও জামালগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়।
রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের মোঃ জালাল মিয়া( ৩০,)একই গ্রামের মোঃ জসিম উদ্দিন (২৮) দেখার হাওরের মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনা স্থলে তারা মারা যান।
দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরের মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনা স্থলে মারা যান ।
জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের পুত্র শরীফ মিয়া (৩৫) ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এদিকে গত শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তির খলা গ্রামের এক কৃষক বজ্র পাতে মারা যান। তার নাম ইমদাদুল ইসলাম( ৫০) ঐদিন সকালেই রাধানগর গ্রামের মনোয়ার হোসেনের পুত্র আরাফাত তাজ( ৫)ও একই গ্রামের ফয়জুল ইসলামের পুত্র ইউনুছ মিয়া( ৫)বাড়ির পাশের খরচার হাওরে ডুবে মারা যায়।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪