সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের শাল্লা উপজেলার ভারসাপটার হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (৫ আগষ্ট বৃহস্পতিবার) বিকালে ৬ জন যাত্রী নিয়ে ভারসাপটার হাওরে নৌকাটি ডুরে গেলে এসময় নৌকায় থাকা ৪ জন যাত্রী সাতার কেটে হাওরের তীরে উঠে আসলেও মোছা. চাদঁনী বেগম(১৬) ও সাবিনা বেগম (১৮) হাওরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে আজ (৬ আগষ্ট শুক্রবার) দুপুরে ভারসাপটার হাওরে দুটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন শাল্লা থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় লাশ দুটি উদ্ধার করে ।
নিহত চাঁদনী উপজেলার ৩নং বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের মো. শিশু মিয়ার মেয়ে এবং সাবিনা একই বাড়ির মো.ইব্রাহিম মিয়ার মেয়ে।এবং তার দুজন সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়,গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি ছোট ইজ্ঞিন চালিত নৌকায় নিহত চাঁদনী ও সাবিনা সহ ৬ জন যাত্রী নিয়ে নিজ বাড়ি মির্জাকান্দা থেকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রামে আত্মীর বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে তারা। পরে নৌকাটি পাশ্ববর্তী ভারসাপটার হাওরে যাওয়ার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায়া থাকা ৪ জন যাত্রী সাতার কেটে হাওরের তীরে উঠে আসলেও ওই দুইবোন হাওরের পানির তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ খবর পেয়ে তাদের স্বজনরা ও স্থানীয় এলাকাবাসী হাওরে রাতভর তল্লাশী চালানোর পরও ওই নিখোঁজ দুইবোনের কোন সন্ধান মেলেনি। পরে আজ শুক্রবার দুপুরে হাওরে পানিতে ওই দুই বোনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শাল্লা থানার এস আই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন।
এ সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম বলেন, গতকাল বিকালে ঝড়ের কবলে নৌকা ডুবিতে দুই জন নিখোঁজ ছিল। আজ দুপুরে হাওরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪