অরুন চক্রবর্তী সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর মায়ের বাসার জায়গা দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে প্রবাসীর বিরুদ্ধে।এনিয়ে দোয়ারাবাজার থানায় প্রবাসীর মা সামছুন্নাহার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক বছর আগে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর মৌজায় ৩১৫ নং খতিয়ানে ১২৮/১ দাগে সাড়ে চার শতক জায়গা ক্রয় করেন। সম্প্রতি এই জায়গা জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে ওঠে একটি প্রভাবশালী মহল।প্রভাবশালী মহলের লোকজন আবুল কাশেমের নেতৃত্বে গত ১৯ ডিসেম্বর রাতে সামছুন্নাহারের মালিকানাধীন ওই সাড়ে চার শতক জায়গার সামনের দিকে দেয়া বাঁশের বেড়া তুলে ফেলে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। তারা সামছুন্নাহারের নাহার মঞ্জিলের প্রধান গেইটে তালা ঝুলিয়ে অবরোদ্ধ করে রাখে। পরে পুলিশ ও এলাকাবাসী এসে তাদের গেইটের তালা ভেঙ্গে মুক্ত করে দেয়।এর আগে ১৩ ডিসেম্বর ওই জায়গার উপর নির্মাণ করা স্টিলের টংঘর জোর পূর্বক নিয়ে যায়। এসব ঘটনায় গতকাল বুধবার সামছুন্নাহার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৬ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত আবুল কাশেম দোয়ারাবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি সম্পুর্ন আইনি প্রক্রিয়া অনুসরন করে বৈধ মালিকের কাছ থেকে সাফ কবলা দলিল মুলে জায়গা ক্রয় করেছেন।কিন্তু প্রতিপক্ষের বাধার জন্য জায়গায় মাটি ভরাট করার পরও ঘর তুলতে পারছেন না।দোয়ারাবাজার থানার ওসি তদন্ত বলেন জায়গাটি নিয়ে আদালতে মামলা রয়েছে। থানায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪