শান্তিগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ করলেন পরীকল্পনা মন্ত্রী এমএ মান্নান্। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। একই সভায় সুনামগঞ্জের ধরম পাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। নতুন উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট উপজেলার সংখ্যা দাঁড়াল বারো।
সুনামগঞ্জ-৩ আসনের (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) সাংসদ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জের শুধু নাম পরিবর্তন হয়েছে। আর মধ্যনগর নতুন উপজেলা হয়েছে। মধ্যনগর বাসীকে অভিনন্দন। এটা তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, এই দাবির সঙ্গে আমরাও একাত্ম ছিলাম।’সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ আর সিলেটের দক্ষিণ সুরমা এই দুই নাম নিয়ে অনেক সময় জটিলতার সৃষ্টি হতো। এক উপজেলার বরাদ্দ-চিঠিপত্র চলে যেত আরেক উপজেলায়। প্রশাসনের কর্মকর্তারাও অনেক সময় সমস্যায় পড়তেন। এখন দক্ষিণ সুনামগঞ্জের নাম শান্তিগঞ্জ হওয়ায় আর এই ঝামেলায় পড়তে হবে না বলে আশা করেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ একসময় সুনামগঞ্জ সদর উপজেলার সঙ্গে যুক্ত ছিল। জেলা শহরের দক্ষিণে হওয়ায় এটি দক্ষিণ সুনামগঞ্জ এলাকা হিসেবে পরিচিত ছিল। সদরের ১৭টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন ছিল দক্ষিণ সুনামগঞ্জে। একপর্যায়ে এই আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জকে পৃথক উপজেলা গঠনের দাবি ওঠে। এরপর ২০০৬ সালের ২৭ জুলাই দক্ষিণ সুনামগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশিত হয়। ২০০৮ সালের ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪