সুনামগঞ্জ প্রতিনিধি
একযোগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ সারাদেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব মহাসড়ক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা।বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।
সুনামগঞ্জের যে মহাসড়ক উদ্বোধন করা হয়েছে সেটা হলো সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নয়ন করা মহাসড়কগুলোর মধ্যে সিলেট প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ ৪টি, ঢাকা প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ৩২টি, ময়মনসিংহ প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ৬টি,চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ১৫টি, খুলনা প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ১৬টি, রংপুর প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ১৫টি, রাজশাহী প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ৮টি এবং বরিশাল প্রশাসনিক বিভাগের আওতায় রয়েছে ৪টি।
সুনামগঞ্জে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঞ্চালনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিজন সিংহ,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মানস সোম,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম,স্থানীয় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইস রোকেশ, মুক্তিযুদ্ধা নূরুল মোমেন প্রমুখ।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪