ডেস্করিপোর্ট ঃঃ-সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে । একই সময়ে আরও ৩২১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে ৬ জন সিলেট জেলার বাসিন্দা, ১ জন সুনামগঞ্জের।
শুক্রবার (২০ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৫৫ জন, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮ শত ৪১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ১ শত ৪৯ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮ শত ৭৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ১ শত ১৩ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৩ শত ৯৭ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৩ শত ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৬০ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭০০ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৬৯ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮১ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪