মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ ১ আসনের তিন বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) একাত্তরের মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব সেক্টরের সহ-অধিনায়ক নজির হোসেন মারা গেছেন।ভোর রাত ৪:২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেনতিনি।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৩ টা ৩০ মিনিটে সুনামগঞ্জ পুরাতন বাসষ্টান্ড ও আছরের নামাজের পর সাহাপুর (সাতগাও হাইস্কুল মাঠে )নিজ গ্ৰামে অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন,চিকিৎসার জন্য ছুটে বেড়িয়েছেন দেশ ও দেশের বাহিরে।
নজির হোসেন এক সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা ছিলেন। জাতীয় সংসদের ২২৪নং আসন সুনামগঞ্জ-১ থেকে ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। পরে ফেব্রুয়ারি ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালের নির্বাচনে পরাজিত হন।
তিনি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ১০ বছর সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক, ৫ বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও ২০০১ বিএনপি সরকারের আমলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জনাব মোঃ আব্দুল গণী ও সুয়েতুন নেছার ঔরসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সাবেক সাংসদ সদস্য নজির হোসেনের মৃত্যুতে সুনামগঞ্জ ১ আসনের বিএনপি সহ বিএনপি’র অঙ্গসংগঠন ও সাধারণ জনতার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
কমেন্ট করুন