মোশাহিদ আহমদ, দিরাই :: সুনামগঞ্জের দিরাইয়ের প্রবীণ সাংবাদিক, বাসসের সুনামগঞ্জ, দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাকের দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদারের (৬৫) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ২ টায় মরহুমের নিজ বাড়ি দিরাই পৌর সদরের রাধানগর গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, বরেণ্য আলেম আল্লামা নুরুল ইসলাম খাঁন। এরপর গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও বিএনপি নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে গত রবিবার রাত ১০টার দিকে সিলেটের বাসায় স্ট্রোক হলে স্বজনরা তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সাড়ে ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের কাছের লোক হাবিবুর রহমান দিরাইয়ে দলমত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র ছিলেন। তার মৃত্যুর খবরে সাংবাদিক অঙ্গনসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিকে জানাজার পুর্বে দিরাই উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুম হাবিবুর রহমান তালুকদারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।
মরহুম হাবিবুর রহমান তালুকদার দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্বে ছিলেন।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। দিরাই উপজেলার রাধানগর নিবাসী মরহুম আব্দুল হাসিম তালুকদারের পুত্র হাবিবুর রহমান তালুকদার অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। ভাটি অঞ্চলের মানুষের সুখ-দুঃখের চিত্র অত্যন্ত সুনিপুনভাবে পত্রিকায় তুলে ধরেন।
কমেন্ট করুন