লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার নবাগত ইউএনও অতীশ দর্শী চাকমা বলেছেন, আমি সুনামগঞ্জ জেলার অন্যান্য উপজেলায় কাজ করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার আমাকে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও নিযুক্ত করেছেন। আমি সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। সুনামগঞ্জ সদর উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেহেতু এই উপজেলায় নতুন তাই আমার একটু সময় লাগবে সব কিছু জানতে,বুঝতে। আমি সাংবাদিক সহ সকলের পরামর্শ ও মতামত নিয়ে যে কোন কাজ করলে কোন প্রশ্ন উঠবেনা। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সারা দেশে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেভাবে কাজ করছেন আমি ও সরকারের নির্দেশ মোতাবেক একটি সমৃদ্ধ, উন্নয়ন ও সুন্দর সুনামগঞ্জ গড়ার জন্য নিরলস কাজ করব।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সুনামগঞ্জের কর্মরত সাংবাদিক দের সাথে সুনামগঞ্জ সদর উপজেলার নবাগত ইউএনও অতীশ দর্শী চাকমা মত বিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় সুনামগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪