স্টাফ রিপোর্টারঃ-সুনামগঞ্জের শাল্লায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিসপ্রকল্প কর্তৃক বিমামূল্যে ৬০টি পরিবারে ১২শত হাঁস বিতরণ করেন।বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা ফেডারেশনের সভাপতি সুধীন দাসের সভাপতিত্বে সুপারভাইজার ক্ষিতিশ দাসের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী এসডব্লিউ এফ ফিস প্রকল্প শাল্লা শাখার আব্দুন নুর।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, সুপারভাইজার আঁখি রানী দাস ও জনি রানী দাস প্রমুখ।এসময় উপজেলার শাল্লা,বাহাড়া ও হবিবপুর ইউনিয়নের জেলে পরিবারের প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ টি পরিবারে ২০ টি করে মোট ১২শত হাঁস বিতরণ করা হয়।
জানা যায়,স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিস প্রকল্পের আওতায় উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৬ হাজার জেলে পরিবার নিয়ে কাজ করেছেন। এদের মধ্যে অর্ধেক নারীও অর্ধেক পুরুষ উপকারভোগী রয়েছে বলে সভায় জানান সমন্বয় আব্দুন নুর। বক্তৃরা স্যানক্রেড এর সার্বিক উন্নয়ন কাজের প্রশংসা করে বক্তব্য তুলে ধরেন । সব শেষে উপকারভোগীদের মাঝে হাঁস বিতরণ করা হয়।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪