শাল্লা প্রতিনিধি ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপি র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে স্থানীয় বিএনপি। বুধবার বেলা ১১ টায় শাল্লার কলেজ রোর্ডে দলীয় অফিসে দলের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম সহ দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাবেক যুবদল সভাপতি হাবিবুর রহমান হাবুল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য,রাখেন বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহনী চৌধুরী।
আরো বক্তব্য রাখেন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল হবিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি উসমান গনী, সাধারণ সম্পাদক শৈলেন্দু কুমার দাস,শাল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আরব আলী,যুবদল আহবায়ক গোপাল চন্দ্র দাস, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ,যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক ও মাহবুব হোসেন শিশু, ছত্রদল নেতা হাফিজুর রহমান ও এরশাদ মিয়া প্রমুখ। এসময় বক্তৃতারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সমর্থিত নেতা কর্মীদের একত্রে মিলিত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। অন্যতায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না এবং আগামী দিনগুলোতে দলীয় নেতা কর্মীরা দেশের সেবায় এগিয়ে আসতে হবে। তারা আরো ও বলেন আগামী সংসদ নির্বাচনে দিরাই শাল্লায় জননেতা সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর বিকল্প নেই বলে বক্তব্যে তুলে ধরেন । পরিশেষে প্রয়াত দলীয় প্রতিাষ্টাতা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরগ্য কামনা করে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন উপস্থিত নেতাকর্মীরা।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪