স্টাফ রিপোর্টার শাল্লাঃ-
সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্ভীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জেলা প্রশাসকের উপস্থিততে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে শিক্ষা অফিসার দীন মোহাম্মদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ বছর শাল্লায় ৩০ টি সার্বজনীন দুর্গা মন্দিরে পুজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ও বেশ কয়েকটি পারিবারিক পুজা ও হচ্ছে বলে জানা যায়।
আসন্ন পুজাকে ঘিরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন ও রয়েছেন কঠোর অবস্থানে।
সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে এবং সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে শাল্লা উপজেলার প্রত্যেকটি পুজার সভাপতি সম্পাদক,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের লোকজনের সঙ্গে মতিবিনিময় সভায় পুজা নিয়ে সার্বিক আলোচনা হয়।এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো:মিজানুর রহমান,র্যাবের কোম্পানী কমান্ডার লে. সিঞ্চন আহমেদ,শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী,এ এসপি দিরাই সার্কেল আবু সুফিয়ান,শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও শাল্লা উপজেলার শিক্ষক বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মীয় নেতা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪