ডেস্ক রিপোর্টঃ ০২ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯) এবং অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃতে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ০৯ নং নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে রোডে পুরাসুন্দা মোড়ে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ ধৃত আসামী মোঃ রুবেল (২৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- আড়াই বাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪