দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
পবিত্র রমজান মাসে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের গরীব ও অসহায় দুস্থ ৫৫ পরিবারের মধ্যে দিরাই'র চান্দিপুর আল ইখওয়ান যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ; ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি আলু ও ১ কেজি আটা।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সাইফুর রহমান, লিকসন মিয়া, আলী হুসেন, জাহিদুল ইসলাম, মশিউর রহমান, রুমন আহমেদ, শিহাব উদ্দিন, জায়েদ মিয়া, সুমেল মিয়া, রায়হান মিয়া প্রমূখ।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪