মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৃথক ১৪ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট) সকাল ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কাসিম নগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী'র নেতৃত্বে পুলিশের একটি টিম চৌমুহনী ইউনিয়নের মেস্তুুর বাড়ি মোড়ে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ জামাল মিয়া(৫০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। জামাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া এলাকার হিরা মিয়ার পুত্র। একই দিন সকালে একই এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪