লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
মাদক দ্রব্যের অপ ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ১৪ জুলাই রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এম এন মুর্শেদ, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, জেল সুপার শফিউল আলম,ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক আশরাফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন, বিজিব,র্যাব আনসার অফিসার কামরুজ্জামান প্রমুখ। এর আগে একটি র্যালী বের হয়। আলোচনার পর মাদক বিরোধী থিম সং অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মাদক বিরোধী গণ সচেতনতা সৃষ্টির জন্য সুনামগঞ্জ জেলার মাধ্যমিক পর্যায়ের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এক এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মাদক দ্রব্যের অপ ব্যবহার ও পাচার বিরোধী কার্যক্রমের উপর মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের আয়োজিত রচনা প্রতিযোগিতার ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪