স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুল্যান্স উদ্ভোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের
জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ্।
সোমবার(০৯আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভাচুয়াল জুম ম্যাটিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদএর সঞ্চালনায় জাতীয় সংসদ সদস্য এড.পীর মিসবাহ্ সংযুক্ত হয়ে এম্বুল্যান্সটির শুভ উদ্ভোধন করেন। সভায় সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা.শামসুদ্দিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল মারুফ,যুক্ত হয়ে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.ওসমান হায়দার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান,উপজেলা সেনিটারী পরিদর্শক তাপস চক্রবর্তী,পার্টি সদস্য সচিব আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,জাপা নেতা হিফজুর রহমান,উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান মোঃ আলাল উদ্দিন, মোঃ আলমগীর প্রমুখ। আলোচনা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে আনুষ্টানিক ভাবে এম্বুল্যান্সের চাবি স্থানান্তর করা হয়। প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এড. পীর মিসবাহ্ বলেন উক্ত এম্বুল্যান্সটি পাওয়ায় এ উপজেলা বাসী স্বাস্থ্য সেবায় অনেক উপকৃত হবেন। তিনি বলেন বর্তমান সরকার স্বাস্থ্য সেবা সহ সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত উদ্ভোধনী জুম সভায় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ডাক্তার,নার্স সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪