স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নৌকাবাইচের ২য় দিনেও ২য় রাউন্ড ও ছিল জমজমাট প্রতিযোগিতা ৬ সেপ্টম্বর ১২ টা থেকে ২য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্টিত হয়ে বিকাল পর্যন্ত চলে।
আগের দিনের ১ম রাউন্ডের কিছু প্রতিযোগি ও ২য় রাউন্ড সহ ছোট মাঝারী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের স্থানীয় সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নৌকা বাইছেলরা অংশ নেন। আওয়ামীলীগ সাধারন সম্পাদক নূরুল আলম সিদ্দিকী জানান ২য় রাউন্ডের প্রতিযোগিতা শেষে ছোট মাঝারী ১২টি নৌকা চূড়ান্ত পর্যায়ে-
মঙ্গলবারে(৭সেপ্টেম্বর) প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নান্দনিক নেতা ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। তিনি আরো বলেন প্রধান অতিথি ব্যারিষ্টার ইমন ব্যাক্তিগত ভাবে প্রথম স্থান অধিকারী নৌকাকে সোনার নৌকা উপহার দিবেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক বলেন করচার হাওরে হাওর বিলাশ সংলগ্ন উপজেলা প্রসাশন প্রাঙ্গনে উক্ত নৌকা
বাইচ প্রতিযোগিতায় হাওর পাড়ের মানুষ সহ দূর দূরান্ত থেকে আগত সর্বস্থরের মানুষ দীর্ঘদিন পর আনন্দ উপভোগ করেছেন। তিনি বলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রশাসন সহ সকল
মহলের সহযোগিতায় অনুষ্টান করতে পারায় আমরা সকলকে ধন্যবাদ জানাই। চূড়ান্ত পর্যায়ে আঙ্গরুলী মৎস্যজীবি ভাই ভাই,রূপালী যুব সংঘ, সোনালী যুব সংঘ,সোনার পাখি, মায়ের দোয়া, ভাই ভাই, তুফান, পবন, জয়মা কালী, জয়মা চন্ডী,আল্লাহর দান, উক্ত ১২টি নৌকা প্রতিযোগিতা করবে।এ ছাড়াও বিশেষ প্রতিযোগিতা অনুষ্টিত হবে।
আল্লাহ দান নৌকার প্রোপাইটার হোসেন আহমদ, কোম্পানীগঞ্জের জয়মা চন্ডী নৌকার প্রোপাইটার রিপন মেম্বার,অত্যান্ত আবেগে বলেন বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে দীর্ঘদিন পর নৌকা বাইচের আনন্দ উপভোগ করছি।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪