স্টাফ রিপোর্ট বিশ্বম্ভরপুর ::
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ আগস্ট) সকালে বিশ্বম্ভর পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের বঙ্গবন্ধু মুড়াল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শিল্পীরানী মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আফতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুলেমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমূখ।
বক্তাগণ শেখ কামালের উল্লেখযোগ্য বিভিন্ন দিক ও কর্মকান্ডের উপর স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। জাগরনী চত্রু ফাউন্ডেশনের আয়োজনে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। তাছাড়া শেখ কামালের রুহের মাগফিরাতের জন্য কুরআন খতম দোয়া ও অন্যান্য ধর্মাবলম্বীগণের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪