স্বপন কুমার র্বমণ, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি:বিশ্বম্ভরপুরে লকডাউন অমান্য করায় ৭ টি মামলায় ৮ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন হাট-বাজার পরির্দশন করেন, উপজেলা র্নিবাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি। মঙ্গলবার (২৭জুলাই) বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বর্পূণ স্থাপনায় লক ডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন, উপজেলা র্নিবাহি অফিসারমো: সাদি উর রহিম জদিদ ও সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক। সেনাও যৌথ বাহিনী সহযোগিতায় বিভিন্ন অভিযানে ৭ টি মামলায় ৮ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।এ ছাড়া বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর গ্রামের মুজিব শতর্বষ উপলক্ষের্নিমিত ও র্নিমাণাধীন ঘরের কাজ পরির্দশন করেন এবং পলাশ বাজারের রাস্তার উভয় পাশের ওয়াকওয়ে র্নিমাণের কাজ পরির্দশন করেন। বিভিন্ন হাট-বাজারে লকডাউন বাস্তবায়নে এবং করোনাভাইরাস প্রতিরোধে সকলকে মাক্স পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেেন
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪