স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবং সোনার বাংলা বিনির্মাণে প্রত্যয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয।
শনিবার (১৬ই ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসনউপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সংসদ,সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য ও প,প বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা ভূমি অফিস, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল,শিল্প কলা একাডেমি, মহিলা বিষয়ক অফিস, উপজেলা প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেম, উপজেলা ক্রীড়া সংস্থা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ক্ষত্রিয় বর্মন সম্প্রদায় সংগঠন, সহ- বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে,শান্তির প্রতীক কবুতর ও বিজয় বেলুন উড়ানো হয়। মাঠে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়।এরপর সর্বস্তরের লোকজনকে নিয়ে মডেল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা সদরের সড়কে এক বিরাট বিজয় মিছিল প্রদক্ষিণ করে।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে, শিক্ষক অঞ্জন কুমার দের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, বিশ্বম্ভর পুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, প্রমখ। বিকালে এক প্রীতি ফুটবলখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণী ও মুক্তিযুদ্ধভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া, মুনাজাত ও প্রার্থনা করা হয়।
এছাড়া দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প:প বিভাগের আয়োজনে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সুখদেব সাহা।
কমেন্ট করুন