স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বরিবার ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি ইরা-ক্রীয়া প্রকল্পের আয়োজনে উপজেলা সংশ্লিষ্ট সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তাদের নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইরা-ক্রীয়া বাস্তবায়নে সুইডেন সরকারের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগীতায় প্রশিক্ষণে অতিথি হিসেবে সার্বিক বিষয়ে উপস্থাপন করেন কনসালটেন্ড. কানসালটিং সৈয়দ ফয়সাল আমেদ ও কনসালটেন্ড. কানসালটিং সানজিদা কাইয়ূম।
সার্বিক পরিচালনায় ছিলেন ইরা-ক্রীয়া উপজেলা প্রকল্প ম্যানেজার রাজিয়া খাতুন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহণ করেন। জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক নিয়ে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাবার জন্য সকলের প্রতি আহবান জানানো হয। তাছাড়া কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে উক্ত বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষে উপস্থাপন করা হয়।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪