প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
বিশ্বম্ভরপুরে গ্লোবাল ডে অব ক্লাইমেট একশন দিবস পালিত
স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে গ্লোবাল ডে অব ক্লাইমেট একশন দিবস উপলক্ষে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট( ইরা)ক্রিয়া প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে গ্লোবাল ডে অব ক্লাইমেট একশন দিবস উপলক্ষে উক্ত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছরের উপজীব্য বিষয় fight for a fossil fee furure অর্থাৎ জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াইয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। ইরা ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাজিয়া খাতুন ও প্রজেক্ট অফিসার ওছিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত দিবস টি পালন করা হয়। সহযোগিতায় ছিলেন, ফিল্ম ফ্যাসিলিটটর শুক্লা রানী দাস ও রুজিনা আক্তার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মন্তোষ দাস সহ পলাশ, বাদাঘাট দক্ষিন ও ফতেহ পুর ইউনিয়নের নারী, পুরুষ যুবক-যুবতী কিশোর কিশোরীর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের আওতায় ১৩ টি পার্টনার এনজিও সারা বাংলাদেশে দিবসটি পালন করছে।
দিবসের স্লোগান ছিল,হিজল করচ সারিসারি,, আফাল থেকে বাঁচবে বাড়ি, গ্রীনহাউস গ্যাস নিঃসরণ করো রোধ,, নতুবা প্রকৃতি নেবে কঠিন প্রতিশোধ""।
দিবসটি পালনে আর্থিক সহযোগিতায় সুইডেন সরকার ও কারিগরি সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন। ;
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪
সম্পাদক ও প্রকাশক- আলম সাব্বির