স্বপন কুমার বর্মন বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত "হাওর বিলাস" কারেন্টের বাজারে "বোয়াল চত্বর " ও বিশ্বম্ভর পুর খরচার পার বাজার মার্কেট স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুভ উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বুধবার (২৮ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ এর পরিকল্পনা ও সার্বিক বাস্তবায়নে পলাশ ইউনিয়নের কারেন্টের বাজারে "বোয়াল চত্বর" আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এরপর উপজেলা পরিষদের অর্থায়নে হাটবাজারের তহবিল থেকে নির্মিত বিশ্বম্ভরপুর বাজারে খরচার হাওর মার্কেট উদ্বোধন করে ৮টি দোকানের চাবি ভাড়াটিয়াদের মাঝে হস্তান্তর করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে খরচার হাওর পারে ব্রিজ সেট "হাওর বিলাস" এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়াও তিনি বিশ্বম্ভরপুর থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসন পরিদর্শন করেন। উল্লেখ্য যে উদ্বোধনকৃত "হাওর বিলাস"টি গত ২৭ মে ২০২১ ইং তারিখে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, জনসাস্থ উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ অন্যান্য সংবাদ কর্মীগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, উক্ত" হাওর বিলাস" "বোয়াল চত্বর "ও "খরচার পার মার্কেট "নির্মাণ করায় উপজেলা নির্বাহি অফিসার মো: সাদি উর রহিম জাদিদ কে ধন্যবাদ জানান, নির্মিত হাওর বিলাস ও বোয়াল চত্বর অত্র উপজেলায় বিনোদনের সৃষ্টি হয়েছে। বাজারে দোকান কোঠা নির্মাণের ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং করোণা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪