স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুর উপজেলার দৃষ্টি নন্দন হাওর বিলাস, পাহাড় বিলাস,জয় বাংলা চত্বর সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব আব্দুর রাজ্জাক সরকার। রবিবার (২২মে) বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব আব্দুর রাজ্জাক সরকার বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন স্পটগুলো পরিদর্শনে আসেন।
এসময় সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ড.মোঃ ফরিদুর রহমান,জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আসমা বিনতে রফিক।কর্মকর্তাগন উপজেলার দৃষ্টিনন্দন হাওর বিলাস, পাহাড় বিলাস,জয় বাংলা চত্বর, বোয়াল চত্বর, কৃষান চত্বর, হাওর বৃত্ত, কৃষক-জেলে সেড হাওর আশ্রয়, স্মৃতিসৌধ সহ বিভিন্ন স্পটগুলো পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে হাওর পাড়ে মনোরম পরিবেশে স্থাপিত হাওর বিলাসও হাওর আশ্রয়ে বেশ কিছু সময় বসে কর্মকর্তাগন হাওরের দৃশ্য উপভোগ করেন।তাছাড়া পাহাড় বিলাসেও সুন্দর দৃশ্য উপভোগ করেন।
কর্মকর্তাগন পরিদর্শন কালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন লোকজনের সাথে এ সমস্থ পর্যটন স্পটগুলোর বিষয়ে কথা বলেন।এছাড়াও কর্মকর্তাগন উপজেলায় ভূমিসেবা সপ্তাহের র্যালীসহ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪