ডেস্ক রিপোর্টঃ- সিলেট এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন হুশিয়ারী দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
সরকার হঠাতে মির্জা ফখরুলের গণঅভ্যুথানের বিষয় টেনে হানিফ বলেন-লন্ডন বসে গণঅভ্যুথান করাবেন। জনগণ এনিয়ে রসিকতা করছে।
লন্ডন বসে হাওয়া ভবনের নেতাদের সরকার হঠানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
আজ সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরও বলেন-১৫ আগস্ট আর ২১ আগস্ট একসূত্রে গাঁথা। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যার পেছনে জিয়াউর রহমান জড়িত।
জিয়া তার শাসনামলে জাতির পিতার হত্যকারীদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
জিয়া নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন অথচ তিনি ছিলেন পাকিস্তানীদের এজেন্ট।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন
কমেন্ট করুন