ডেস্ক রিপোর্ট :-পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজার পরিদর্শন করেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
শুক্রবার (২১ জুন) দিনব্যাপী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জামতলা বাজার, দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস, একতা বাজার,কাউকান্দি বাজার ও কাশতাল, উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং শ্রীপুর ও নতুন বাজার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও, সুলেমানপুর বাজার সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে বাজারে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ক কথা বলেন সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ প্রমুখ।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪