নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত সবাই অটোরিকশাযাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বগুড়া হয়ে আল রিয়াদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪