লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ পৌরসভার অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ অভিযান গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। ঐদিন শহরের ওয়েজখালী থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বাকিদের বুধবার নিজ নিজ দোকানপাঠ সরানোর নির্দেশ দিলেও কেউ শুনেনি। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের দায়িত্ব প্রাপ্তরা উচ্ছেদ অভিযান চালাতে গেলে শহরের ষ্টেশন রোডের ব্যবসায়ীদের সাথে বাক বিতন্ডা হয় । এক পর্যায়ে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপর একদল বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। পরে তারা সরে আসে । আগামীকাল ও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ার ও সুনামগঞ্জ ডাকঘরের সামনের সড়ক এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় উচ্ছেদ কর্মীরা সড়কের সমসু মিয়ার ফলের দোকানের ত্রিফাল ছিঁড়ে সরিয়ে জব্দ করেন এবং দোকানের স্টিলের সাটার দা দিয়ে কুপিয়ে কাটা শুরু করেন।
ফল বিক্রেতা আবু বকর সিদ্দিক বলেন, অভিযানে ম্যাজিস্ট্র্যাট, পুলিশ এবং পৌরসভার লোকজন ছিলেন।আমার দোকানের ত্রিফালটা দা দিয়ে কুপিয়ে কেটে নিয়ে যায়। আমরা আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত সময় চাই। এরমধ্যে সরে যাব। কারণ আমাদের এখানে কাঁচামাল আছে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একদিনের সময় নিয়েছি। এরপরেও তিনি (ম্যাজিস্ট্রেট) অর্ডার দিয়েছেন, উচ্ছেদ করতে।
এর আগে মঙ্গলবার শহরের ওয়েজখালী পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বেলা এগারোটায় পৌরসভা এবং জেলা প্রশাসনের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ, মো. এসএম ইয়াছিন আরাফাত, ও সোয়াদ ছাত্তার চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বললেন, শহরকে যানজট মুক্ত করতে সরকারি জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। অন্যান্য এলাকা উচ্ছেদ করে এসে ডাকঘরের সামনের সড়কে অভিযান পরিচালনার সময় অবৈধ দখলকারীদের প্রতিরোধের মুখে পড়েন উচ্ছেদকারীরা। তাৎক্ষণিক ওখান থেকে প্রশাসনের লোকজন চলে আসলেও শহরকে যানজট মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪